শীতের কাপে দগ্ধ কাঠে
তপ্ত বুকে শান্তি খুঁজে,
ক্লান্ত পথিক শান্ত মনে
ঘাসের পরে আসন পেতে
খুঁজছে আশা অরুন প্রাতে।


দূরের পানে ধোঁয়ার পাশে
খুঁজছে আশা চিতই মাঝে
অকুল গাঁয়ের মদুল বুড়ি
খাচ্ছে বসে ছোট খুকি।
পড়ছে শীত ফুলছে পিঠে
খাচ্ছে মজা বেজায় মিঠে।


একটু দূরে লেজ নাচিয়ে
আসছে তেড়ে থরথরিয়ে
মন্টু,বল্টু,আর বিনি,
সাথে আছে ছোট্র মিনি।
নাম না জানা অনেক পাখি
থেকে থেকে উঠছে ডাকি।