কি আর বলব জগৎ চলছে এমন রূপধারায়,
নিজেদের গড়া দুঃখ আজ সুখের অন্তরায়।


পরের দুঃখে স্থাপনা করি সুখ-অট্টালিকা,
সরলতার আসনে উপবিষ্ট উচ্চ অহমিকা।


চিন্তা শুধু কি করে করা যায় নিজ উন্নতি,
দুঃখ নেই কোনো অন্যের অনিষ্টে যদি দিতেও আত্ম-আহুতি।


আবেগ প্রশমন করে মজিলাম আজ বাস্তবতায়,
ছিলাম সব অসাধ্য বিষয়ের চঞ্চলতায়।


আজ সবই স্পষ্ট নয়নের অগ্রদৃষ্টিতে,
পাচ্ছে ঠাই সকল সাধ্য বিষয় অন্তরাত্মাতে।


করিস না আর কারো ক্ষতি এ ছিল নিত্য শ্রোব্য বানী,
বুঝেও কখনো জাগ্রত হতো না আত্মগ্লানি।


আজ হয়তো নেই সেপথে যে পথ দেখায় আধার,
অন্যের বিষাদে এখন আর মিটাই না আত্ম-আহার।


এমনই ভাবে হয়তো কেউ আসে পুষ্প পথে,
অন্যর মঙ্গলে এগিয়ে যায় চড়ে জীবন-রথে।


তবুও কি মুছে গিয়েছে জগৎ এর কালিমা,
এখনও আছে এমনও যারা নিজেই বলে আত্ম- মহিমা।