সাহেব বাড়ির আমবাগানে গোল্লাছুটের দল,
শত বাধায়ও থামে না তারা থামাবিকে বল?


গাছে নতুন আম ধরেছে না খেলে কি চলে!
রাখিস খেয়াল দারোয়ান যেন এবার আর না ধরে ফেলে।


কষ্ট করে দেয়াল বেয়ে
     উঠতে পারলো ঠিকই,
ওরে বাবা ঐ দারোয়ান
     দাঁড়িয়ে আছে দেখি।


আট সদস্যের এই দলেতে
       পলাশ সবার বড়,
গাছে এবার উঠবে পলাশ
       সবাই সরে পড়ো।


এই কথাতে উঠল পলাশ
       রেগে তেলেবেগুনে,
বড়ই যদি মানো তবে
        আম বেশি দিতে হবে গুণে।


হরি তার কথা শুনে
      বললো মুখ বেঁকিয়ে,
হয়েছো বড় তাই বলেকি
       বেশি আম দিবো এগিয়ে!


তাইলে বাপু তোমরা ওঠো
       আমায় করছো কেন জোর,
ধরা পড়লে সবাই মিলে
            বানাবে আমায় চোর।


সবার মাথায় দোষ পড়েছে
            চুপ থাকা কি যায়,
   সবাই মিলে আমবাগানে
             ঝগড়া যে লাগায়।


ঝগড়া শুনে দারোয়ান তার ভুড়ি নাচিয়ে আসে,
          নিজেদের করা ভুলে সবাই গেল ফেসে।


এবারের মতো হয়েছে খাওয়া গাছের নতুন আম,
   পালারে সবাই না হলে হবে যে আমের ব্যারাম।