তবে তুমিই কি সেই পূর্ণতা,
যার স্পর্শ পাওয়ার লাগি আজ প্রতিটি আরম্ভের ব্যস্ততা।
তুমিই কি সেই যে পড়ন্ত বিকালে মেঠো পথ ধরে চলে যাওয়া গন্ধমঞ্জুরীকা,
এতকাল ধরে কৃষ্ণচূড়া যার জন্য আগলে রাখা।


আজ তোমারই ঘ্রানে ভরে উঠেছে ঐ দেখ পুষ্পঅঙ্গ,
তোমার শাশ্বত প্রেমদ্বারা হচ্ছে এক মহাকাব্যের আরম্ভ।


এদিকে চেয়ে দেখো প্রিয়
তুমি আসবে বলে স্বর্গের কল্পতরু সেজেছে নতুন এক সাজে,
তোমার নামের অক্ষরমালা আজ গীত হয়ে বাজে।


তুমি জানো প্রিয়
আজ শুধুই প্রতীক্ষা তোমার আগমনের,
তোমার নামের পুষ্প আমি তুলি সূর্য প্রভাতে আমার হৃদয় অঙ্গনে,
আমি জানি প্রিয় আসতেই হবে তোমার এমন আকুল নিবেদনে।