কাছে এসে যখন অতি নীচ বহুরূপী সেই মিত্রগন তাদের কমলবানী সুধায়। অতঃপর -


কে বলেছে আমি শান্ত!
আমার দৃষ্টির সম্মুখে ঘটে যাওয়া পাশবিক আচরণে জ্বলছি আমি রুদ্রতেজে,
কে বলেছে আমি সরল!
সকল অশুভের সংহারে আমার মধ্যে প্রতিনিয়ত প্রলয় বাজে।


কে বলেছে আমি ভদ্র!
দিব না উত্তর আহত হব তোমার শত আঘাতে,
কে বলেছে আমি বিনয়ী!
ফেলবো ভেঙে তোমার প্রস্তর-মুখোশ নিজহাতে।


ভেবেছো কি তুমি চিরকাল চলবে তোমার এই নাটকীয় ভূমিকা,
তুমি তোমার চিন্তারও আয়ত্তে আনতে পারবে না ফিরিয়ে আনতে পারি সেই অগ্নিতেজি অহমিকা।


চেয়ে দেখো তোমার বিষাক্ত স্নেহ প্রদানে,
করতে পারেনি কিছুই বেঁচেগেছি নিজ অমৃত আস্বাদনে।


বিয়োগের ভয় শুন্যকে দেখাচ্ছো,
হারাতে গিয়ে আমায় প্রতিনিয়ত নিজেকে হারাচ্ছো।


নেই দরকার বিষাক্ত এসব সুখ আলাপনের,
আমিই সত্য, আমিই শ্রেষ্ঠ আপন অঙ্গনের।