অন্তরে বিষের বাঁশি এখনো বাজছে, প্রভু
বিদায়ী যাতনার সুর ভুলতে পারি না কভু
নিভ্রিত চিত্তে ঝরছে এখনো অশ্রুধারা  
ভাবতে পারিনি হবো কখনো 'সর্ব' হারা।


ওগো প্রিয়, আপনি বিহনে এ জগৎ
মরীচিকার মতো ঝাপসা লাগে।
ওগো শ্রেষ্ঠ, আপনার বিরহে এ হৃদয়
মরুভূমির মতো বিভীষিকায় ভোগে।
জানি, কখনো আর পাবো না ফিরে
তবুও যে দেখার অভিপ্রায়ে অন্তর কাঁদে।
এতটুকু সান্ত্বনায় এখনো আছি বেঁচে
ওপারে শুধু একটু ঠাঁই দিও, তব চরণে।


তব আননের পূতপবিত্র কাহন-কথা
অন্তরে ধারিয়া স্রষ্টাকে যপি নিরবে সর্বদা।
প্রফুল্লচিত্তে তোমারি স্মরণে গাহি গুণগান
মোদের প্রতি করুণা করো ওগো প্রিয়,
তুমিই তো বাদশাহী সাজনে স্বর্গে সুমহান!


তুমি জ্যোতির জ্যোতি, তুমি সত্য পথি
হৃদয় পাথারে তুমি আলোক বাতি!
তুমি মহিয় মহি, তুমি গরীয় বতি
অন্ধ বলয়ে তুমি আলোলয় যতি!
তুমি বিদ্যাপতি, তুমি জ্ঞানের খনি
আল্লা'র ছায়া তোমাতে ১ম কমিয়ায় বিরাজ ধরি!
তোমাতে ছিলো—'ঐ' কায়া গোপনে ডুবি
কাইঊমে জামান ছিলে তুমি সর্বের অধিপতি!
খোদাকে চিনেছি তব সান্নিধ্য পেয়ে
ধন্য হয়েছি মোরা, তব চরণ সেবে!


তুমি যেন তুমি নও, তুমি যেন 'ঐ'
জয় জয়কার তব গুণগানে ধন্য মোরা হই।
ভাগ্য পেয়েছি তোমার চরণ তলে
গণ্য হয়েছি মোরা আজব দলে
ধন্য ধন্য বলি ওহে দয়াবান
হাজারো সালাম তব চরণে সোপান।


৩১.০১.২০২০ইং