মৃত গাছের পাশে দাঁড়িয়ে প্রাণহীন লাশের মতো
রাস্তায় পড়ে থাকা শয্যাশায়ী পোকার বুকফোঁটা ক্ষত
আমার শিওরে উঠা আবেগ নড়ছে অবিরত।


ধুলোর ঝাপটা আসছে প্রচন্ড বেগে
চোখে মুখে রক্তের দাগ, জ্বল জ্বল করছে আগুন
ধু ধু করছে বুকভাঙা কাতর গলা
শিকড়ে শিকড়ে বাঁচার আকুতি
শাখায় শাখায় শোষণের ব্যকুতি
অন্তরে মিহিন চাবুকের দাগ
এ কেমন জীবন? এ কেমন বেঁচে থাকা?
রক্তের নেশায় সকলে যেন বীভৎসতায় বোনা


চারিদিকে শুধু নেশা আর নেশা
ভুলে গেছে সকলে জীবনের গঠন-সংজ্ঞা
এখনো আহত কুকুরের আত্ননাদ অহরহ শোনা যায়
তৃষ্ণার্থ কাকেরা দলবেঁধে ছুটোছুটি করে প্রতিনিয়ত
বাতাসে ভেসে বেড়ায় নিপীড়িত মানুষের ঘামের-গন্ধ
অন্ধকার হাতড়ালে এখনো পাওয়া যায় লাশের চিহ্ন
কিন্তু আর কতদিন,
এভাবে হরিণের ভীতু চোখের মতো বাঁচা?
মেনে নেওয়ার ধৃষ্টতা পেরিয়ে
কবে আবার প্রাণ বা স্বাধীনতার সঞ্চার হবে?
কবে আবার সকলে জীবন ফিরে পাবে?
কবে আবার প্রতিটি মানুষের ব্যক্তিগত বিপ্লবী চেতনার সঞ্চার ঘটবে?
কবে আবার সকলে নিজস্ব বা অজস্র মানুষের আন্দোলনকে একত্রিত করে বলে উঠবে
"ইনকিলাব জিন্দাবাদ"।