হীনিত স্বপ্ন যত
ধূলিতে মিলুক সব
মুছে যাক সব কুলষিত
শুদ্ধি পাক তব হৃদয়-তীর্থ।।


বেঁচে উঠুক তব মম সত্য
বটবৃক্ষে মিলুক সব মিথ্যে-কথ্য
আর বৃক্ষ ছিঁড়ে ফেটে উঠুক
কোলাহলিত সত্যের তরে তব-মানবিকত্ব।।


সত্যের তরে জিতুক তব বিবেকত্ব
মিলিয়ে যাক ধূলিতে যত-সব হীনিত-মিথ্য
আর ফুটুক সবার আপন জগতে
ভালবাসায় পূর্ণ প্রকৃত প্রেম-মমত্ব।।


আবার বঙ্গীয় চড় ভরে উঠুক
পূর্বাহ্নে ন্যায় ভালবাসায় মত্ত
অসময়ে-বিসময়ে বিপদ-আপদে
সবার তরে ফুটুক সবাই, এমনই প্রার্থ।।