একদিন আমারও হবে রাবেন্দিক প্রেম
হবে, ঐন্দ্রালিক অনামিকাময় ভালোবাসা
একদিন আমারও হবে তন্ময়িক প্রণয়
ফুরাবে অমিয়-অমিত্রাক্ষর মনোবাসা।


স্বপ্নকে পরিদমন বা প্রহার করে
জীবনের যতো বর্ণিল চাওয়া
অতৃপ্ত বা অবাঞ্ছিত মৌন-ক্ষুণতার
অপ্রিয় যতো অবহেলিত লাঞ্চনা
সেদিন আমার কাছে সবই পরাজিত।
সেদিন ব্যূহ অভিমান বা আত্নহননের
র্নিলজ্জ প্রয়াস থাকবে না আমার
রিক্ততা পেরিয়ে রুদ্ধতার দেয়াল ডিঙিয়ে
সেদিন আমি বহুকাল পেরিয়ে যাবো
পৃথিবীর পুরোনো কোন এক পথে
যেখানে প্রত্যাশা বা পরিপূর্ণতার
কোন পরাভূত দাপাদাপি থাকবে না
থাকবে না প্রিয়তমার কোন সর্বগ্রাসী ডাক
শুধু থাকবো আমি আর আমার একতম প্রেম
                     "চন্দ্রিমা"।


১১/০৬/২০২০ইং