পাতাঝরা বৃক্ষের নীল কেমন হয় তুমি কি জানো?
আর,
সমুদ্রের নীল?
কি! কি বললে, তুমি জানোনা!


আচ্ছা, তুমি কি নীল পরিমাপ করতে পারো??
এই ধরো ডজন-ডজন নীল, কেজি-কেজি কিংবা অন্যকোন এককে?
কি বললে! অংকে তুমি বড্ড কাঁচা!
তাহলে কি নীলের অনুভূতি ব্যক্ত করতে পারো ?
তুমি কবি কিংবা লেখক নও তাই অনুভূতি ব্যক্ত করতে জানোনা!!!


বেশ, জেনে নাও তবে-
অনুভূতি ব্যক্ত করার ভাষা কবি-দেরও নেই,
না তারা পরিমাপে তুখোড় কেউ।
কবিরাও ব্যর্থ পরিমাপ করতে, সে হোক ভালোবাসা কি'বা নীল।
তবে আমিতো সাধারণ মানুষ,
তোমার কাছে কি কোরে বলো ব্যক্ত করি ভালোবাসার অব্যক্ত অনুভূতি??