কাক ডাকা ভোরে ঘুম ভাঙ্গে রোজ,
রোজকার কাজ,
করে চাকরির খোঁজ।
বেলা শেষে দুটো টিউশন,
রাত হলে ঘরে ফেরে ক্লান্ত শরীরে,
ব্যাকুলতা ছাড়িয়ে যায় মন,
শহর ছেড়ে কিছু দূরে
আশায় চেয়ে আছে কিছু প্রাণ,
চাকরিটা হয়ে গেলে চিন্তার হবে অবসান।
প্রেমিকা মন বুঝে,
রাত জাগা হয়না আর,
সপ্তাহে একটা ছুটির দিন দিলেই হয় তার।
অস্থিরতা আর
ব্যাকুলতা যেন ছাড়েনা পিছু,
চাকরির খোঁজে কোথাও কোথাও হয় মাথা নিচু,
হাল ছাড়েনা তবু,
একটা চাকরি তার লাগবেই,
হন্নি হয়ে তাই ঘুরে বেড়ায়
একটা চাকরির খোঁজে।