হলুদ শাড়ি! হলুদ কাচের চুড়ি!
হলুদ কেন? নীল হলে কি হয় এমন?
গোলাপ-ও  হলুদ!
হলুদ, হলুদ, হলুদই কেন?


হলুদ...........


আচ্ছা প্রিয়া, ভালোবাসার রঙ কি জানো??
না, নীল বা লালে নয়, ভালোবাসার প্রকাশ হলুদে হয়।
নীল বিরহহের, লাল রক্তের, সাদায় শুভ্রতা,
সবিশেষে হলুদেই হয় ভালোবাসা।
তাই বলে কি হলুদ কাগজে, হলুদ খামেই চিঠি লিখতে হয়?
নীল কাগজে, নীল খামে কি হয় এমন ?


প্রশ্নের জবাবে বলেছিলেম সেদিন, ভালোবাসার শেষ নীলে।
যখন থাকবেনা, নীলই যে তখন সঙ্গী হবে আমার ।


প্রিয়া নেই, আছে শুধুই হারানো প্রিয়ার একরাশ নীল ---


দেখো, আজ আমি নীলে নীলঞ্জিত।
নীল পাঞ্জাবীতে আছি দাঁড়িয়ে,
তোমার প্রিয় নীল-নদীটির তীরে।
চিঠি টাও লিখি আজ
নীল কাগজে, নীল খামে ঐ নীল আকাশের ঠিকানাতে।