সানজিদা আক্তার সানজু


খুব গোপনে বেরিয়ে যায় দীর্ঘশ্বাস গুলো ----


সেই কবে হৃদয় বিষাদ ছুঁয়েছিলো,
আজও হৃদয় দিনভর বিষাদের আনন্দ খুঁজে কিংবা বিষাদে আনন্দ,
অতঃপর পরাজিত মনে খুব গোপনে বেরিয়ে যায় দীর্ঘশ্বাস গুলো।


কৃষ্ণচূড়ার মতো হৃদয় কালচে গোলাপ
অযথা প্রলাপ - যেন একটু ভালো থাকার প্রয়াস
কখনো কখনো নিয়ন মনে তীব্র বিলাপ,
কখনো বা ঘনকালো অন্ধকারেও করি চন্দ্র-বিলাস।


সন্ধ্যার ব্যাস্ত তাড়া, বষ্পস্নাত রাত,
তার প্রস্থান, একে একে তাদেরও প্রস্থান,
নিশ্চুপ শব্দরা, নিরব অশ্রুপাত
এসব পুরনো কথা, পুরনো স্মৃতি কবেকার,
আনন্দ আর বিষাদের পরিক্রমায় বিষাদ যেন লাভ করে দীর্ঘস্থায়ী হবার পুরষ্কার।


এরপর বহুবছর কেটে গেছে --
শরীরের শিরা-উপশিরা আর ধমনী.....  ধমনী গুলোও হাঁটছে উল্টো পথ,
ঘড়ির কাঁটার সামান্য একটু পরিবর্তনে
জীবন বদলে নিয়েছে গতিপথ,
তথাপি,
জীবনের কোন শিরোনাম নেই, থেমে থাকা নেই,
জীবন চলছে, চলছে প্রকৃতির নিয়মেই,
গন্তব্য শুধু মৃত্যু, বিদায়ী কফিনে বিবস্ত্র অর্কিডের শীর্ণ সাজ,
গন্তব্য নির্ধারিত, গন্তব্য মাটির ভাঁজ।