গাঁ-এর লোকে কালো বলে তারে,
আজ নয় কবেকার কথা--
গাঁয়ের পথটি ধরে যাচ্ছি চলে, ঈশান-কোণে,
সেথায় প্রথম দেখি তারে।
নীলাম্বরী তার জড়ানো গায়ে,
যাবকরেখা তার পায়ে।
দিঘলকালো অবোধ কেশে,
মল্লি গাঁথা তার বিনুনির ভাঁজে।
চোখ যেন তার মায়ায় ভরা,
কালো চোখের চাহনিতে, মন আমার দিশেহারা।
"প্রিয়" সম্বোধে শুধাই তারে,
নাম কি তোমার প্রিয় হে?
ঈষৎ হেসে বলে সে
গাঁ-এর লোকে কালো বলে ডাকে তারে।
এই ব'লে চুপিসারে যাচ্ছে সে চলে,
কাননের পথটি ধরে।
যাওয়া পানে চেয়ে ভাবি,
ভুবন ভুলানো তার হাসি।
হাসিতে যেন মুক্তো ঝরে,
অপরূপ সে কালো মেয়ে।