সেদিনের সেই প্রথম দেখা
যেন নীল-বনলতা,
নির্নিমেষ চেয়ে থাকা।
চিলেকোঠার জানলায় একজোড়া চড়ুই,
জানান দিয়ে যায় ,প্রেম আছে অগোচরেই।
বিবর্ণ বর্ষার অস্ফুট কান্নায় মেঘের নিনাদ,
নতুন কাব্য প্রণয়ন কিংবা বিচ্ছেদ।


দিনের সমাপ্তি পশ্চিমাকাশে সন্ধ্যাতারা জ্বলে,
প্রণয় শেষে অতিথি সবে নীড়ে ফিরে,
অচিন দেশের ভ্রমণ ফেলে।


সেদিনের সেই প্রথম দেখাই শেষ,
এক চিলতে রোদ্দুর,
হালকা হতে হতে কুয়াশা
তারপর হারিয়ে যাওয়া,
ঠিক তেমনই তাহার প্রস্থান।