চিলেকোঠার জানলায় এখন আর জোড়া পাখি বসে না,
রোজ নিয়ম করে তাদেরও আর দেখা হয়না,
অতঃপর,
তাদের মতো, ফেলে আসা সময়গুলোর মতো
সেও চলে গেছে,
তারাও নেই কাছে।
মাঝেমাঝে সে আসে খুব গভীরতা নিয়ে,
তারপর আবার মিলিয়ে যায় শিশিরবিন্দুর যেমন,
সে আসে স্মৃতি হয়ে,
আবার স্মৃতি তেই হারিয়ে যায় কেমন!
মাঝেমাঝে মনে পড়ে তার কথা,
জানিনা সে-ও কি কখনো ভাবে আমার কথা?