আমি শিহরণ,
আমি শীতের সকালে তোমার চিবুকে গড়িয়ে পরা জল।
আমি কোলাহল,
আমি সমুদ্র পারে নোনা জল নেমে গেলে চোখ আটকে থাকা রঙিন পাথর।


আমি পুরানো বইয়ের পাতায় তোমার জন্য লেখা
আদি প্রেমিকের খোলা চিঠি।


আমি তোমার রক্তে শ্বেত কনিকা
ভালবাসার বার্তা বাহক।


আমি আলো আধারের সন্ধিক্ষণে  উড়ে চলা
প্রেমিক পাখির পথ।


আমি প্রিয়কে প্রথম দেখার অনুভুতি।
আমি পথ হারা নাবিকের দুরের পাহাড়ে বাতিঘর।
তবু আমি প্রেমিক নই,নই প্রিয় জন।
নই কারো রক্তে বয়ে চলা অভিমান।


ঘাসের মাথায় শিশির শুকানো গন্ধ আমার নাম।
আমি জোনাকির আলো,
আমার বুকে আটকে আছে তোমার ঘ্রান।
আমি নামহীন, অথৈ সাগরে মাঝ পথে ভাংগা ঢেউ।


এমন অনেক দেখেছি।
অনেক ভেবেছি।
তোমাকে দেখার আগে।
আমি আর দেখিনা।
আর ভাবি না।
ডুবে গেছি অতলে।