কবির দু:খ কবিতায় পৌছে গেলে তা সার্বজনীন হয়ে যায় ।
আমার দু:খ তোমাকে ছুলে তা প্রেম।
ব্যক্তিগত ।
কারন,
আমি কবি বা কবিতা নই ।
তোমার মগজের জমিনে আমি নিতান্ত প্রেম।
তোমার সুখ বা অসুখ।