তোমাকে দেখলে আমার উদারতা কমে যায়।
থাকেনা বললেই চলে।
রিপুরা ভিড় করে রক্তের শিরায় শিরায় -
আমি কৃপন হয়ে উঠি গোপনে।
তুমি প্রসংশার যোগ্য
লোকে করে।
অতিরিক্ত করে।
শব্দে, আবেগে।
হয়ত প্রেম,শ্রদ্ধার অযুহাতে-
কামনার ছায়ে।
আমি নিজেকে শাসন করি
নি:স্ফল হয়ে ফিরি।
একান্তে বুঝাই-
আত্ব্য উত্তরে খুজি - শান্তি।
আর বারবার বলি তুমি এতটা সুন্দর না হলেও পারতে।
এতগুলো প্রেমহীন হিংস্র চোখ তোমায় গিলে খেতনা।
আমি আমার মত করে দেখতাম ঈশ্বরের বানানো সুন্দরের উদাহরন।