কবি, কবিতায় ডুবে আছি।
মাঘের শীতের মত ছুয়ে আছে ভিতর বাহির।


ও চোখের গভীরে আমি ডুবে আছি।
ও শরীরের গন্ধ নি:শ্বাসে আমার পাকস্থলীতে।
ও চরনের নুপুরের ধব্বনী আমার কানে।
ও চুলের ঝাটকা লেগে আমার কপালে ক্ষত।
ও হাতের আদরে আমি নরম কচি ঘাস হোয়ে আছি।
ও বুকের নি:শ্বাসে আমার বুক ওঠা নামা করে।
তারপরও আমি কেউ নই,
কারও নই,
আমি খোলা হাওয়া।
কেবলি বোয়ে যাই তোমাকে ঘিরে।
তোমার চুল হোয়ে হাল্কা বসন উরাই তোমার শরীরে।
তুমি নি:শ্বাসে একবার বুকে নিলে আর বের হব না
বাসা বেধে থেকে যাবো, আমরন থেকে যাবো ওবুকে।