সাবলীল কিছু পদচিহ্ন এঁকে সে হেঁটে আসে-
কর্কটক্রান্তি রেখা ধরে। পরনে মণিপুরী সারাং।
জংঘার গোপন ভাঁজে ঋতম্ভরা পরিপ্লুত গোলাপ।  
ফিরোজা আকাশ তার কাজল কালো আঁখিপল্লবে।


সময়ের গতিরোধী মহাকর্ষে তার মুখ মনে পড়ে।
হাসি দিয়ে ভরেছে সে শূন্যতার অফুরন্ত ভাঁড়ার।
অর্ধেক অন্ধকার। বাকিটুকু বিকীর্ণ শব্দের মালা।
তার পায়ে পায়ে হেঁটে আসা এক কবোষ্ণ উত্তরায়ণ।


______________________________


A warm summer solstice


With subtle signs drawn, she walks gracefully and close...
Along the northern tropic, wearing Manipuri attire that flows.
Between the tangled legs, pulsating and pure roses in bloom,
Azure skies mirrored in her dark eyes, an enigma like plume.


Caught in the gravity of slowing time's relentless flow,
Her face recalls a laughter, filled in the void, aglow.
Semi-darkness surrounds, with radiated words in array,
Step by step, she walks..... a warm summer solstice in sway.