অভিলাষে ফাল্গুন শেষে -
তার মেঘনীল মুখ
তার পরিযায়ী চোখ
তার মধুবনী ঠোঁট
মনজ্যোৎস্নায় এলো ভেসে।


কথা ছিল বৈশাখ মাসে -
তার আঁচলের মায়া
তার সবুজ প্রেরণা
তার সুশীতল ঢেউ
রেখে যাবে আমার আকাশে।


কথা ছিল শ্রাবণ সংকাশে   -
তার চুপি চুপি কথা
তার ঝিলি মিলি হাসি
তার প্রভা নীরবতা
দিয়ে যাবে বৃষ্টি আবেশে।


দিয়ে গেলো আশ্বিন মাসে -
তার কল্পনা ডানা
তার মাছরাঙা মন
তার দেহের দেউল
স্নিগ্ধ স্নাতা পূজারিণী বেশে।
____________________________
Acquisition



As I desired, at the end of spring,
Her azure face,
Her wandering eyes,
Her honeyed lips,
Arrived in mind, adorned in moonlight's ring.


As promised, during the summer's prime,
Her veil's allure,
Her verdant inspirations,
Her cool breeze,
Will linger in my sky over time.


As promised, with the monsoon's mist,
Her silent tales,
Her tender laughter,
Her glow in silence,
Will usher rains, with cloud's tryst.


She delivered on the Autumn's tray,
Her imaginative seeds,
Her vibrant soul,
Her temple of soma,
A tender priestess, in devotion's array.