শীত ঘুমে যাবার আগে যুবতীর উদ্ভিন্ন যৌবন
বলেছিলো, কিছুই ফুরিয়ে যায় না, ওরে মন !


দেহের দেহলিতে রাখা সাজানো ফুলের ডালি
কিছু দুঃখ, কিছু কষ্ট, কিছুটা আশার মিতালি।


মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল প্রচ্ছন্ন কামনার ভার।
......আর ছিল নতজানু, আগামীর প্রেমিক তোমার।


উষ্ণতা জমা ছিল, বুকে অর্ধ শতাব্দীর থার্মোমিটার।
......পথ চেয়ে বসেছিলো, আগামীর প্রেমিক তোমার।