কি যেন হয় নি ! কি যেন ঘটার কথা ছিল !
তোমাকে তোমার মতো করে ফিরে পাওয়ার কথা ছিল।
সম্রাজ্ঞীর সেই সিংহাসনে কথা ছিল তোমার বসে থাকার।
এমনই কয়েকটি অনুভূমিক স্বপ্ন আমাকে তীরের মতো তাড়া করে।
আমি ছুটতে থাকি মেঠো পথ ধরে সূর্য ডোবা অরণ্যের দিকে।


সেই পথ ধরে বৈরাগী সন্ধ্যা নেমে আসে ধীর পায়ে পায়ে।
আমাদের দেখা হয়, কথা হয় ঝরা পাতার মতো ফিসফিসিয়ে ....
দেখেছো তাকে কোথাও ? শাঁওলী দীঘির ধারে , মৌপলাশী গাঁয়ে ?
দিগন্তের ওপারে মেঘমন্দ্র স্বরে গেয়ে ওঠেন রশিদ খাঁ, "ইয়াদ পিয়া কি আয়ে. ...."


দেখি, তোমার কপালের টিপ্ ধূসর আকাশের তারার মতো আজও বহু দূরে।