তোমার গানে, তোমার কথায়
তোমার দেখায়, তোমার ছোঁয়ায়
প্রস্তরীভূত অনুভূতির জীবাশ্মরা একে একে
অলৌকিক শরীর পেয়ে , আমায় ফিরে দেখে।


সে কোন ভুলে যাওয়া সুদূর অতীতের আমি
নিম গাছটির ছায়ায় বসে আমার অনুগামী।


পালকি চড়ে কনে বউএর মুখটি তুলে দেখি
তোমার মতোই কালো টিপের সূর্য ওঠে, এ কি !


ঘাসের বনে জলফড়িংএর ডানায় বাঁধা আলো
তোমার চোখের উদাস দেখা , অশ্রু ছলোছলো।


কানামাছি খেলার সময় চোখ বেঁধেছি যেই
দেখি তুমি দাঁড়িয়ে আছো আমার পাড়াতেই।


তোমার বলায় , তোমার চলায়
তোমার ছায়ায়, তোমার মায়ায়
আপেক্ষিক সময়, আপেক্ষিক দূরত্বের মতো বেঁকে
তোমার মাধ্যাকর্ষণে আমায় রাখে ঢেকে।