একদিন এই রাত কেটে যাবে।
আঙুলের ছোঁয়ায় জ্বলে উঠবে সেই শিখা।
অনুরণিত দেহ-তরঙ্গ খুঁজে নেবে পাহাড়ের চূড়ো।


দূরত্ব সংকোচন শুধু কল্পনামাত্র নয়।
সময় এখন তোমার হাতের মুঠোয়,
ইচ্ছে হলে ঘুরিয়ে দিও বিপ্রতীপ কাল।


ওভাবে চেয়োনা বিয়াত্রিচে, আমি নষ্ট হয়ে যাবো।