কেউ যেন এসেছিলো -


জানালায় মৃদু ছায়া মেলে
বাতাসের দোলা দিয়ে
শাল্মলী গাছের পাতায়
এঁকে দিয়ে গেছে তার মুখ।


কেউ যেন এসেছিলো -


নীলাভ রক্তিম পরাগে
যার বাসন্তী সুবাস  
যাযাবর কোয়েলের গানে
পূর্বজন্মের স্মৃতি নিয়ে আসে।


কেউ যেন এসেছিলো -


রাত্রির সম্মোহনী রাগিণীর কাছে
নতজানু তটিনীর মতো
আবিষ্ট শতদ্রু কল্পনা ধারায়  ….
আর্য বীজ অনন্তে মিলায়।


কেউ যেন এসেছিলো -


তার পায়ের শব্দ শুনেছি
শুক্লা ত্রয়োদশীর মধ্যযামে
প্রথম ব্রহ্মকমল ফোটার মুহূর্তে
চাঁদের উঁকি আমার জানালায়।


কেউ যেন এসেছিলো -


হাসি তার ফুটে থাকে
রসসিক্ত সবুজ শস্য দানায়।
বাতাসে ধূপের গন্ধের মতো
ছায়াপথে ছড়ানো হীরক দ্যুতিতে।


_____________________


As if someone had come -


In the window, gentle shadows blend,
By the breeze's cradle, they descend.
The silk cotton tree's tender leaves,
Touch there, her face conceives.


As if someone had come -


Crimson pollen on the azure flower,
Whose spring fragrance sweetly towers.
In the nomadic koel's nostalgic tune,
Recalls memories from a past incarnation.


As if someone had come -


To the enchanting melody of the night's dream,
Like a newly bloomed bowing stream.
In the vivid flow of imaginative creation,
Supernal seeds merge in endless elation.


As if someone had come -


I've heard the sound of her footsteps near,
On the thirteenth day of the waxing moon clear.
At the moment when the first lotus blooms,
The moon's whisper echoes in my room.


As if someone had come -


Her laughter blossoms within,
In the nectar-soaked green grains.
Like the fragrance in the breeze,
Scattered on the galactic path, diamond sparks tease.