একুশ এসেছে বলে কান পেতেছি
তোমার বুকে অরুণিমা  ।
অঙ্গ থেকে আঙ্গিকে এসে খুঁজি
কোথায় সে ভাষার সীমা  …….


একুশ এসেছে বলে চোখ মেলেছি
তোমার চোখে অরুণিমা   ।
দৃশ্য থেকে অদৃশ্যে এসে বুঝি
কেন সে মানস প্রতিমা  ……


একুশ এসেছে বলে হাত রেখেছি
তোমার হাতে অরুণিমা   ।
সঙ্গ থেকে প্রসঙ্গে সোজাসুজি -
যেন সে প্রসুপ্ত পূর্ণিমা ……
___________________


Ascension



Twenty-first has arrived, I heard the whisper,
In your heart, Arunima, the crimson dawn.
From limb to lattice, I seek with ardor,
Where lies the boundary of that language born.....


Twenty-first has arrived, eyes have met,
In your gaze, Arunima, the crimson dawn.
From visible to invisible, I interpret,
Why is she a muse of manifestation, drawn.....


Twenty-first has arrived, I extended my hands,
In your touch, Arunima, the crimson dawn.
From union to discourse, straight and intimate bands,
As if she's a tranquil full moon, yawned......