আয়না জানে -
সেই কথাটির গোপন মানে।
বিনিসুতোয় সামনে এসে দাঁড়িয়ে দেখা।
গ্রিক পুরাণের দেবীর মতো লজ্জা ঢাকা।
একটু যেন নাচের ছন্দে ঢেউয়ের মতো,
শান্ত নদী গল্প শোনায় পেরিয়ে আসা পথের যত।


আয়না জানে -
সেই কথাটির গোপন মানে।
কিসের ডাকে এমন হঠাৎ জেগে থাকা।
আলতো ছোঁয়ায় মন মহুয়ার সে রস মাখা।
যখন এলো গভীর তৃষ্ণা নেভার পালা,
অবাক মুখের দিকে চেয়ে ভুলে যাওয়া কোন পেয়ালা।


আয়না জানে -
সেই কথাটির গোপন মানে।
নতুন করে নেবার জন্য বসেই আসন।
প্রবল বেগে সুখের আঘাত, শব্দ শাসন।
হাত পেতেছো একটি বিন্দু রসের আশায়,
আবার শুরু নতুন প্রাণের জন্ম নেবার নীল ভরসায়।