বিরহের ঠিক পাশেই তোমার ঈহিনী চোখ, আরোহী সকালে।
অধরের কোল ঘেঁষে কিশোরী বেলার লাজুক যতির মতো তিল।
বেলোয়ারী চুম্বন গুলি ফুটে আছে অবনত রক্তকরবীর ডালে।
ইষ্টিকুটুম পাখিদের যুগলবন্দীতে চঞ্চলিত দুটি চোখের অন্ত্যমিল।


বিরহের ঠিক পাশেই তোমার এক গোছা চুল পড়ে আছে।
উদাসীন দৃষ্টির মধ্যিখানে লেপ্টে আছে ঈষৎ কালো টিপ্।
অপেক্ষার শিশির বিন্দু জমেছে অভিমানী ঠোঁটের কাছে।
অপসৃয়মাণ পদচিহ্নের খোঁজে জেগে থাকে স্মৃতির প্রদীপ।


________________________________


Beside the very edge of yearning, your desirous eyes in the ascending morning...
The curved embrace of the lips beholds the mole, like a demoiselle's shy pause.
The kisses of twilight bloom on the descending branches of the crimson oleander.
In the entwined chirps of golden oriole birds, the restless merging of two eyes.


Beside the very edge of yearning, a solitary lock of your hair falls.
Amidst indifferent gaze, lies the smudged dark bindi....
The droplets of anticipation have converged near the touchy lips.
In search of forgotten signs, the beacon of memory remains awake.