মাথার ওপরে নীলাকাশ বয়ে যায়,
নিচে জল।
অতীত এখনো কাঁদে, চোখ তার
ছল ছল।


দুঃখ অনেক বয়ে গেছে বেনো জলে,
বালু চর।
জেগে আছে জমা কঙ্কাল দ্বীপ তীরে,
সেই ঘর।


ভন্ড পুরুষ আনাগোনা করে মৃদু পায়ে,
বমি পায়।
নষ্ট শরীরে নীল মাছি বসে ঝাঁকে ঝাঁকে,
সব খায়।


তারপর যেন কিছুই হয়নি ভেবে,
যোনি মুখে।
উড়ো-পুরুষেরা ঠিকানা যায়নি রেখে,
আদি সুখে।