তোমার অনামিকায় শীত-শ্রাবণের বৃষ্টি ফোঁটা।
আংটির মতো জ্বলে হঠাৎ পাওয়া ছুটির উৎসব।
উত্তল লেন্সে ধরা থাকে কথা-মেঘের ঘনঘটা।
দিগন্তের ওপার থেকে ছুটে আসে দুরন্ত শৈশব।


মনে পড়ে, শিউলির ভোরে কিশোরীর অবাক দুচোখ।
কোনো এক বিস্মৃত গন্ধে মেতে ওঠে স্মৃতির শহর।
হারানো দুঃখের মাঝে ফিরে পাওয়া স্বপ্নের শোক।
এমন বৃষ্টির দিনে কড়া নাড়ে সন্তপ্ত দ্বিতীয় প্রহর।