এমন একটা বৃষ্টি হলো সেদিন।
দিন দুপুরে, চাঁদ পুকুরে -
ভিজেই গেলো ছোট্ট হলুদ পাখি।


কমলা রঙা শাড়ি, কাজল আঁকা চোখে
জানলা খুলে, আঁচল তুলে -
ভুলেই গেলো অকাল বৈশাখী।


নতুন রকম বৃষ্টি ভেজার দিনে
পায়ের পাতায়, শরীর খাতায় -
খুলেই পেলো অবাক আলোর রাখী।


বুকের গোপন পায়রা ছুঁলো আকাশ।
শঙ্খ ডানায়, ঠিক ঠিকানায় -
উড়েই গেলো। স্বপ্নে মাখামাখি।


এমন একটা বৃষ্টি হলো সেদিন।
গর্ভ গহীন, প্রাণ সীমাহীন -
জুড়েই গেলো। এখনও ফোটা বাকি।