ক্যানভাসে তোমায় আঁকতে গিয়ে
কিছু রঙ কম পড়ছে।


অভিশপ্ত ধূসর পথ পেরিয়ে আসা
তোমার দুটি পা আঁকতে গিয়ে দেখি,
পথের ধুলোর মলিনতার সাথে প্রতিজ্ঞার
দৃঢ় রক্তিম রঙ মিশিয়ে যা পেলাম , তা দিয়ে
আর যাই হোক, তোমার ওই অনির্বাণ পথচলা
ধরা যায়না।


তানপুরায় সুর তোলা পুষ্পগন্ধী আঙ্গুল,
তোমার হাত আঁকতে গিয়ে দেখি,
বাসন্তী কোমলতার সাথে গোধূলির রঙে
রাঙানো পূরবী রাগের ঐশ্বর্য মিশিয়ে যা পেলাম,
তা দিয়ে আর যাই হোক, তোমার ওই মরালীর
মতো হাত ছোঁয়া যায়না।


সরোবরের মাঝে জেগে থাকা দ্বীপের মতো
তোমার দুটি চোখ আঁকতে গিয়ে দেখি,
অতলান্ত শুভ্রতার সাথে প্রশান্তির সুনীল
বিস্তার মিশিয়ে যা পেলাম, তা দিয়ে
আর যাই হোক, তোমার ওই তমোঘ্ন চোখ
আঁকা যায়না।


ক্যানভাসে তোমায় আঁকতে গিয়ে দেখি,
কিছু রঙ কম পড়েছে ।