শীতের সন্ধে তাড়াতাড়ি নামে হাতে।
অকাল বৃষ্টি জমানো মেঘের খবর -
এনেছে তোমার জঙ্ঘার যমুনাতে।
এ শহরেই আছে বন্ধ্যা প্রেমের কবর।


ঘন্টা বাজায় হাতে টানা রিক্সা।
যাত্রী দুজন, আমার আমিতে তুমি।
বৃষ্টি চাদরে আড়ালের ভিক্ষা।
ঠোঁটের তৃষ্ণা, অশান্ত মরুভূমি।


রাজকীয় ভাবে দেখা হওয়া কাকে বলে?
মুহূর্তে থাকে অসীমের কানাকানি।
তোমাকে ছুঁয়েছি সবুজের মখমলে।
ফসিল বাহনে আমরাই রাজা-রানী।