বৃষ্টি বাদল মাথায় যখন অতিষ্ঠ পথচারী
রাস্তা খোঁড়া । কাদায়, জলে নরক ফুটপাত
ট্রেন চলেনা, বাস আসে না, ট্যাক্সি মাথা নাড়ে
শহরটা ভেসে গেছে, ডুবে গেছে এক হাঁটু জলে ।


চারিদিকে আবর্জনা, ভনভনিয়ে মাছি
তবুও আমার মনে হলো -
এই তো ভালো। তোমার কাছে আছি।


প্রতিবাদের মিছিল চলে। মাইকে চিৎকার
ভেঙে দেবার, গুঁড়িয়ে দেবার সোচ্চার সংঘাত
থেমে থাকে হাজার গাড়ি, স্তব্ধ এম্বুলেন্স
কেউ বোঝেনা, কেউ জানেনা কিসের এতো রাগ।


চারিদিকে কি যন্ত্রনা ! ধ্বংসের কাছাকাছি
তবুও আমার মনে হলো -
এই তো ভালো। তোমার কাছে আছি।


পথের ধারে রান্না করে ক্লান্ত মলিন মেয়ে
কাঠের উনুন। দুঃখে, ধোঁয়ায় চোখে আসে জল
আসতে যেতে পথ চলতি লোকের উঁকিঝুঁকি
কিছুই যেন যায় আসে না, রান্না খেলাঘরে ।


চারিদিকে প্রবঞ্চনা। দগ্ধ বাঁচা-বাঁচি
তবুও আমার মনে হলো -
এই তো ভালো। তোমার কাছে আছি।