হে বৈশ্বানর , এ বয়েসে আর পুড়িয়োনা।
জ্বলেছি, পুড়েছি অনেক। আর ও শাস্তি দিওনা।

শরীরেও আগুন আছে যা নিজেকে পোড়ায়।
নির্লিপ্ত সমাজবিধি নিন্দিত রৌরবে জড়ায়।


তোমার আঁচলে ঢেকেছি, ছড়ানো কামনা যত।
উতল হাওয়ায় উড়ুক, যা কিছু হয়েছে ভস্মীভূত।


সব শেষে এসে তোমায় পেয়েছি সমর্পিতা।
আগুনের পরীক্ষা নাও, তুমি এ যুগের সীতা।