জড়িয়ে থাকা শরীর জানে, চলেই যাবে।
পাশে বসা, হাত বাড়িয়ে আঙ্গুল ছুঁয়ে -
কথার পিঠে কথার বাদাম ছাড়িয়ে খাবে।
খোসা গুলো সবুজ ঘাসে থাকবে শুয়ে।


তবুও হঠাৎ দেখা হলেই মন দরিয়া।
হোক না সেটা স্বল্পজীবী প্রদক্ষিণ।
লোকচক্ষুর আড়াল খুঁজে ভিক্টোরিয়া।
ঘাস গালিচায় থমকে সময়, অন্তহীন।


রঙ তুলিতে ধরবো বলে এমন দিন -
কাব্য আঁচল, ছায়া পড়ুক ক্যানভাসে।
হেঁটে যাওয়ার হলুদ পথে সব রঙিন।
সময়টুকু বাঁধিয়ে রেখো নিঃশ্বাসে, প্রশ্বাসে।