কথা ছিল হাত ধরে হেঁটে যাবো তারাদের ছায়ায় ছায়ায় -
পাহাড়ি রাস্তার ধারে, শার্লট হ্রদের উপল কিনারায়।  


তখন সন্ধে নামার আগে
পাখিদের দল বেঁধে ঘরে ফেরা দেখি।
রুপোলি মাছ একবার দেখা দিয়ে যায়
মাছরাঙার চোখ ফাঁকি দিয়ে।
তুমি আর আমি সন্ধের চাদর মুড়ি দিয়ে
দেবদারু শাখার নিচে -
এমন সায়ন্তন প্রকৃতি, এমন কয়েকটা মুহূর্ত
হারিয়ে যাবার আগে গাঁথা হলো স্মৃতির মালায়।


কেমন করে? সে তো কবেই জেনে গেছে এই শহর।
অবিন্যস্ত ঠোঁটের পাতায় প্রগাঢ় চুমুর একটি মোহর।