আদিগন্ত অন্ধকারে স্তব্ধ মৌন আকাশের নিচে
একটি অশরীরী ইচ্ছে কথা বলে আমার কানে কানে -


সে বৈশাখের ক্যাসোপিয়া নক্ষত্রপুঞ্জের মতো সুপ্ত থাকে সপ্তর্ষির গভীরে।
সে ভেসে থাকে সুতানুটির গঙ্গা বক্ষে চন্দ্রকেতু রাজার পাল তোলা নৌকায়।
সে শুশুনিয়া পাহাড়ের গর্ভ থেকে বেরিয়ে মিশে যায় শৈশবের গন্ধেশ্বরীতে।
তার অনির্বাণ আর্তি শুনি ভোরের প্রথম আলোয় নীলটুনির কোমল নিষাদে।


সে রোজ মধ্যরাতে কল্পনাকণিকা হয়ে বসন্তের বাতাসে ছড়িয়ে যায়
জ্যোৎস্নার মতো, শিশিরের মতো, আতরের মতো -


শরীরে আগুন চেপে যখন ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম আসে না -
নিমগ্ন আলোকমালায় সে উচ্চারিত হয়, 'তোমাকে চাই। '
___________________________________
A disembodied desire


In the primordial darkness, beneath the silent, mute sky,
A disembodied desire whispers into my ears -


It rests like the Cassiopeia constellation in the summer sky,
In the depths of the Seven stars' profound embrace.....
Drifting along the Ganges...on the sailboat of King Chandraketu,
It emerges from the womb of silent mountains, mingled in the river of childhood's sanctuary.
Its nirvanic sighs echo, heard in the first light of dawn...sunbird's soft call....


It becomes a constellation of imagination at midnight, spreading in the spring breeze,
Like moonlight... like dew.... like the scent of essence...


When stifled fire grips the body and sleep doesn't come... doesn't come....doesn't come -
In the immersed dim glow of the night, it whispers, 'I need you.'