হৈমন্ত সন্ধ্যা নেমে এলো নীল পাহাড়ের গা বেয়ে।
শেষ আতপ রশ্মি দিগন্ত ছুঁয়ে স্থির হলো বাঁধুলির বুকে।
দলছুট কিছু বিশল্য মেঘ এসে ঢেকে দিলো নীলটুনির বাসা।
ঘাস ফড়িংয়ের শেষ উড়ান থেমে গেলো তালবাতাসীর ঠোঁটে।
তামাং বস্তির সুন্দরী বৌ দুলি মুক্তান আগুন দিলো কাঠের উনুনে।


এমন সব নৈসর্গিক দৃশ্যে বিভোর হয়ে তুমি হারিয়েছিলে সবুজ অন্ধকারে।
প্রায়ান্ধকার পাহাড়ি নুড়ির সর্পিল পথে তখন একলা মেয়ের প্রাতিস্বিক পথ চলা।
ব্যালকনির দেয়ালে পুরুষ প্রাণীটি তীব্র সঙ্গমেচ্ছায় ডেকে ওঠে .... টিক্ টিক্ টিক্।
তোমার স্বগতোক্তি শোনা গেলো, 'ঠিক ঠিক ঠিক, এখানেই তো তার থাকার কথা ছিল।'