বৃষ্টি? নাকি, মনের মধ্যে টাপুর টুপুর !
        বিহান বেলায় এমন মেঘে আকাশ কালো।
বোল তুলেছে শাপলা পাতায় জল নূপুর।
        তোমার সঙ্গে ভিজবো বলে বর্ষা এলো।


বৃষ্টি? নাকি, ঘাস চাদরে কদম ফুল !
        সন্ধ্যা উদাস, সেই মেয়েটির অন্তরালও।
নীল দোপাটি দুই পাশে তার কানের দুল।
        তোমার সঙ্গে ভিজবো বলে বর্ষা এলো।


বৃষ্টি? নাকি, অহল্যাতে নতুন প্রাণ !
        বিবস্বানের মুখ ঢেকেছে জীমূত জালও।
মধ্যযামে তোমার জন্য মন আনচান।
        তোমার সঙ্গে ভিজবো বলে বর্ষা এলো।


_____________________________


Rain? Or could it be the rhythmic tapping within the soul!
In the morning, the sky wears a coat of dark hue.
Water droplets hang like silver ornaments on the water lily leaves.
With you, I'll embrace the downpour, as the rain arrives, as if on cue.


Rain? Or perhaps, footsteps of burflowers on the carpet of grass!
Evenings are melancholic, mirroring the depth within that maiden's heart.
Blue balsam flowers on either side of her delicate ears.
With you, I'll embrace the downpour, as the rain arrives, as if on cue.


Rain? Or, is it a new life on the barren land !
The visage of the clouds has cloaked the intricate web of sun rays.
In the middle of night, the heart throbs with yearning for you.
With you, I'll embrace the downpour, as the rain arrives, as if on cue.