উপস্থিত ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গন !
এই যে দেখছেন আমাকে, আমার সাত কাহন
বর্ণনা করার কোনো প্রয়োজন নেই।  আমি একা
একটি ঝর্ণার ধারে আজীবন বসে, নিজের ভাগ্যরেখা
নিজেই লিখেছি জলের কালিতে। জীবনসায়াহ্নে যা বাষ্পীভূত।
ঘুমের সময় সন্নিকটে, ভুলে গেছি কেন যেন এসেছিলাম রবাহূত।
হঠাৎ দেখি জ্যোৎস্না রাতে ঝর্ণার জল বেয়ে নেমে এসেছে এক পরী।
আমার হাত চেয়ে নিয়ে সে চাঁদের আলোয় বাইছে আমার জীবনতরী।