এসো চুপকথা বলি।


রাগ বা অনুরাগে থেকে  
যখন তোমায় দেখি দূর থেকে
কেউ বলে ওঠে আমার ভেতর থেকে
কেন এ বিভাজন, বিস্থাপন থেকে থেকে ?
ও তো তোমারই। উত্তর এলো, রূপকথার দেশ থেকে
পুষ্পিত ফাগুন থাক না অধরা, না ধরার থেকে।


যোগে বা অনুযোগে বলি
কি প্রয়োজন ? কেন এতো বলাবলি ?
কথাদের ছুটি দাও, এসো চুপকথা বলি।
কত ভাবে তোমাকেই চাই , কানে কানে বলি ।
এসেছো জীবনসাঁঝে।  এতো আলো , তাই দীপাবলী।
আমার যা ছিল সব দিয়ে , নিজেকেও দিতে হবে বলি।