দুঃখে ভারী ইতিহাসের চোয়াল  .....
ব্যর্থ অতীত উঁকি মারে, বিষন্নতায় কালো।
কাঁধে এমন বিফলতার জোয়াল   .....
গভীর সব সত্যি কোথাও উষ্ণতা লুকালো।
গ্রাস করেছে অবিশ্বাসের ময়াল   ......
তবু অন্বেষণের পথিক এসে প্রদীপ জ্বালালো।  


তুমি আবার কবে দেখা দেবে, বলো।


চারি দিকেই ইঁটের পাকা দেওয়াল. ....
ঘষা কাঁচের জানলা দিয়ে মধ্যযামের আলো।
রূপান্তরে জবাব থেকে সওয়াল -
আয়না দেখায় সমান্তরাল জীবন জমকালো।
বদ্ধ খাঁচায় খুশীর ছোঁয়া খেয়াল  ....
এলো পথিক; মগ্ন কথায় চেতনা রাঙালো।


তুমি আবার কবে দেখা দেবে, বলো।


___________________________
Explorer


The jaws of history are heavy with sorrow,
The futile past strikes a blow, painting bleakness in black.
On the shoulders, the burden of failure's pain,
Deep truths somewhere have hidden their warmth.
Distrust's stain has engulfed,
Yet, in exploration's journey, a traveler lit a lamp.


Tell me.....when will you be seen again ?


On all sides, walls of bricks stand tall,
Through frosted panes, midnight's light does fall.
In transformation, from answer to question -
The mirror reflects a parallel life, shining in time.
In captive frames, a glimpse of joyous thought,
Came the explorer; consciousness tinted in profound words.


Tell me.....when will you be seen again ?