ঠোঁটের খুব কাছে ঠোঁট এগিয়ে এসে স্তব্ধ হয়ে আছে -
বেআব্রু সময়ের আঠায় দুটি মৌমাছির জড়িয়ে যাবার মুহূর্তে।


পশ্চিম দিগন্তে এক টুকরো সূর্যগ্রাসী জাফরানি মেঘ-
ল্যাম্পপোস্টে আলো জ্বলার আগে এক শিকারী বাঁশপাতি -
লাজবতী সন্ধ্যা ঘোলাটে বাতাসে মুখ ঢাকে অপেক্ষায়।
দিনশেষে ঘরে ফিরে এলো পরিযায়ী শালিকের ঝাঁক -
ফাল্গুনের ভ্রমরকে ডাকে দীপশিখা প্রথম রুদ্রপলাশ।


সেই জমে থাকা মুহূর্তগুলি গলে গেলো প্রসূতি উত্তাপে।
অবরোহী ঠোঁটের শুদ্ধ মধ্যম ছুঁয়ে গেলো আরোহী ঠোঁটের কড়ি মাধ্যমকে।
আলো ছায়ায় নিষ্পাপ গন্ধে বেজে ওঠে সহজিয়া ছায়ানট।


অরুণিমা, তুমি তারপর সাবালিকা হলে।
______________________________________
Grown-up girl


Lips close to lips, in intimate proximity,
Silent.... they pause.... in a moment of solemnity -
Amidst the unveiled glue of time's relentless flow,
As if two bees, entwined, poised to go-


In the western horizon, a slice of saffron cloud.....
Before the lamppost's glow, a hunter bee eater tarries....
In hazy breeze, the shy evening veils its face in wait .....
As the day ends, the wandering shawl birds return home...
February's bumble bee is summoned by the first flames of African tulips..


Those moments of yore dissolved in gestating warmth,
The descending lips touch the rising ones, in a symphonic melody.
In the interplay of light and shadow.... in fragrance pure and mild,
Emerges the natural silhouette, in the dance reconciled.


Arunima, you grew-up after that ........