তারপর হাহাকারের শব্দে
ঘুম ভেঙে যায় মাঝ রাতে।
নিঃশব্দ প্রেতাত্মার মতো ছায়া
ফুলে ওঠা মশারির জালে।
জানালায় উঁকি দিয়ে দেখে
বিগত প্রেমের মৃত প্রতিশ্রুতি।


'আমৃত্যু ভালোবাসা' এই শীতে
ঝরে গেছে শিমুলের পাতার সাথে।
'শুধু তোমারই' বলে বসন্তবৌরি
ভিজে আসে অকাল বর্ষায়।
'পাশে আছি' প্রতিধ্বনিত হয়
অপস্রিয়মাণ বলাকার ডাকে।


কোনো এক বিস্মৃত ফাল্গুন
নতুন ভাষার জন্ম দিয়েছিলো।
গর্ভজাত কল্পিত ভ্রূণ নিয়ে গেছে
তার ঝরে যাওয়া অক্ষর গুলি।
ঘুমহীন অযুত মুহূর্ত ফুটে আছে
সুদূর আকাশের ধূসর চাদরে।


হাহাকারের অরুন্তুদ শব্দে
ঘুম ভেঙে যায় মাঝ রাতে।