ধরো, যদি মাটি দিয়ে গড়ি ।
কুমোরটুলির প্রতিমা যেমন,
বোঝা যাবে সেই ঝড়ের মুখে পড়া ...
প্রদীপের শিখাটির প্রাণপণ টিকে থাকার যুদ্ধ ?


ধরো, যদি কাঠ দিয়ে গড়ি ।
শঙ্খেড়া শিল্পীর কারুকার্য যেমন,
চেনা যাবে সেই কিশোরী বেলার দুঃখ...?
অশুচি ছোঁয়ায় গুটিয়ে যাওয়া দুটি ফুলের গন্ধ ?


ধরো, যদি মর্মর দিয়ে গড়ি ।
আলেক্সজান্দ্রসের ভেনাস যেমন,
শোনা যাবে সেই উত্তরণের কাহিনী ...?
নতুন ভাষার জন্মদিনে উন্মোচিত কবুতরের উড়ান ?


ইচ্ছে করে শিল্পী হয়ে যাই, কার কি বা এসে গেলো?
তোমার বুকের ছন্দে আমিও মিকেলেঞ্জোলো।