আবার যদি জন্ম হয় এই নক্ষত্রখচিত আকাশের নিচে।
তোমার গন্ধে যেন জেগে উঠি, নিভৃত প্রাণের বিয়াত্রিচে।


এই বাংলার বুকে চিরন্তনী নদীস্রোত বেয়ে যেন আবার ফিরে আসি।
পূবালী হাওয়ায় শিহরিত সবুজ ধানের ক্ষেত। মাঠে মাঠে কাশফুল হাসি।
জ্যোৎস্নার রেণু মাখা রাত্রির প্রহর। জীমূতবাহী তারাদের ভালোবাসাবাসি।
দোয়েলের লাজুক শিস। অতি দূর চিত্রল দিগন্তে একা এক তালবাতাসী।
আরো একবার যেন দেখা হয়। বনানীর শেষ শাল্মলী ছায়ায়, মিলনপিয়াসী।


তুমি কি এখনো জেগে আছো ? ফিরে এসো পয়স্বিনী, তোমার গল্প বলো।
তোমার সায়ন্তনী চোখের তারায় আবার দেখি সেই বিবিক্ত সংরাগী আলো।
দেখি, প্রসিক্ত জ্যোৎস্নার নিবিড় ছায়ায় সন্ধ্যারাগ তোমার অধরে লুকালো।


সেই পূর্ণিমা মেখে মায়াবী দেয়াসিনীর মতো প্রশান্তি ফুটে আছে মুখে।
যেই কাছে থাকো, কথা যেই বলো, ঝর্ণার শিঞ্জিনী বেজে ওঠে সুখে।


বাতাসের ডানার পালকে যে স্মৃতিকণা মিশে আছে, অর্চিষ্মান কিরণের স্তর -
তাদের অস্ফুট কথা কানে আসে। বিবশ আনন্দে জাগে রাত্রির দ্বিতীয় প্রহর।


আবার যদি জন্ম হয় এই নক্ষত্রখচিত আকাশের নিচে।
তোমাকেই যেন খুঁজে পাই, উষসী আলোর বিয়াত্রিচে।
______________________________________
If I ever return


If ever born again beneath this starry sky,
Awakening to your fragrance, in the depths of my soul.... Biatrice.


In the heart of Bengal, with the eternal rivers' flow,
Let me return again, as I see them glow.
In the eastern breeze, fields of green paddy sway,
Smiling with laughter, the catkin flowers play.
Moonlight sprinkles its silver dust on the night, hour by hour,
Embracing the cloud kissing stars with love's power.
The mischievous whistle of a Robin with a shy glance,
In the distant horizon, a solitary bird's etherial dance.
Let me meet you once more, under the farthest shimul tree,
In the lingering twilight, love's sweet serenade that sets me free.


Are you still awake in the quiet of night?
Return, O streamlet, share your story's light.
In your allusive eyes, let me see once more,
The subtle light of your intimate lore.
Let me see the evening's hues hiding in your lips,
In the intimate shadows of the moon's drips.


With the full moon's glow, tranquility blooms upon your face,
Like the serene grace of a mystical deity's embrace.
Wherever you may be, whatever words you convey,
The cascade of joy springs forth from the stream of love's sway.


In the flutter of the breeze's gentle touch,
Memories intertwine, like rays in an arching clutch.
Their obscure words whisper softly in the ear,
Awakening in vibrant joy, the night's second sphere.


If ever born again beneath this star-strewn sky,
May I find you, amidst the radiance of the morning light's sigh....Biatrice.