কলঘরে কতো জল বয়ে গেলো এলোমেলো -
কই, তোমার কোনো ফোন তো এলো না।


শরীর পুরোপুরি বাঁধা ছিলো ভাঙা আয়নায় -
কাঁচের ফাটলে আর সময় ঢেলো না।


দ্বিখণ্ডিত, শঙ্কিত ভাবনার কুয়াশা জড়িয়ে -
ঘুম ভাঙা রূপ  ....  দেখে লজ্জা পেলো না।


বহুদিন দেখিনা তোমায়। চোখের মহলে -
সেঁজুতির আলো যেন ছায়ায় ফেলো না।


মহুয়ার বন থেকে ডাক এলো প্রস্তর পথে -
আদিম রক্তের স্রোতে কোনো হতাশা ছিলো না।


সময়ের রেখা ধরে কতো কথা ভেসে গেলো -
তোমার ঠোঁটের ছোঁয়া তারা তো পেলো না।  


তবু কিছু ধ্বনি নিয়ে ইথারের আলিঙ্গন দিও -
মনে আর হরমোনে শুধুই আগুন জ্বেলো না।


****


কলঘরে কতো জল বয়ে গেলো এলোমেলো -
বেজে গেলো অপেক্ষার রিংটোন  ... ফোন তো এলো না।


_____________________________________
In anticipation of your call



In the bathroom, water flowed playfully -
Alas, your call did not come.


The body was fully framed inside the broken mirror -
Don't pour any more time in the cracks of the glass.


In the divided, silent realm of contemplation -
The aroused form shattered.... yet, not ashamed.


For many days I haven't seen you. Through the eyes' mist -
May the light from vesper lamp not fall into the shadow.


From the Mahua forest, a call came along the deserted path -
There was no despair in the ancient stream of blood.


So many words have escaped along the lines of time -
They haven't touched the contour of your lips.


Still, let your vibrations give some embrace of the ether -
In the mind and in hormones, don't merely ignite the fire.


****


In the bathroom, water flowed playfully -
The waiting ringtone continued... still, your call didn't come.